ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের
গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন। অভিযুক্ত ছোট ভাই জুয়েল রানা (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রবাসী জুয়েল কয়েক মাস আগে দেশে ফিরে আসেন। সম্প্রতি দুই ভাইয়ের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে পৈতৃক গাছ বিক্রির টাকার ভাগ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বটির আঘাতে জুয়েল আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে জুয়েল বড় ভাই সোহেলকে দা দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর জুয়েল বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)