বাসি গ্রিল সংরক্ষণ, সুগন্ধ্যা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
মুরগির গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ অন্যান্য খাদ্য পণ্য ফ্রিজে সংরক্ষণ করে রাখায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এ অভিযান পরিচালনা করেন।
হৃদয় রঞ্জন বনিক বলেন, শহরের চাষাঢ়া এলাকায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় সংরক্ষিত ফ্রিজে রান্না করা মুরগির গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ অন্যান্য খাদ্য পণ্য পাওয়া যায়। বাসি খাবার পরিবেশন করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি এমন অপরাধ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)