প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে।
এছাড়া বৈঠকে নির্বাচনি সীমানা নির্ধারণ ও প্রতীক বরাদ্দ-সংক্রান্ত রিট, পাশাপাশি প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নিয়ে আদালতে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, দুপুর দেড়টায় ইসি থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী। দেশের নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসি।
গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে।

নিজস্ব প্রতিবেদক