ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা
নির্বাচনি আমেজ শুরু হয়েছে উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, সুষ্ঠ, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা ও সদর উপজেলায় দুটি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ড. খালিদ হোসেন এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনা নিয়েও সতর্কবার্তা দেন। তিনি বলেন, হজ নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। গত বছর হজ সংক্রান্ত অনিয়মের কারণে আট কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছিল। তিনি জানান, এ বছরও হজযাত্রীরা তাদের প্রাপ্য অর্থ ফেরত পেতে পারেন।
তিনি আরও বলেন, এ নিয়ে কেউ কোনো অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হালিম খান, নাটোর