যেভাবে উদ্ধার হলো শিশু সাজিদ
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে আটকে থাকা শিশু সাজিদকে ৩২ ঘণ্টার কঠিন অভিযানের পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গর্তের পাশে খনন করা সুড়ঙ্গ পদ্ধতির মাধ্যমে শিশুটিকে তুলে এনেছে।
উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
গতকাল বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে একে একে যোগ দেয় আটটি ইউনিট।

শ. ম সাজু, রাজশাহী