এনটিভি অনলাইনে দেখুন ‘চায়ের কাপে’ নির্বাচনি আলাপ
ছবি: এনটিভি অনলাইন
চায়ের কাপে ধোঁয়া উঠছে। আর তার সঙ্গে জমে উঠছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলাপ। দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—ভোট, বিশ্বাস, আর জনগণের প্রত্যাশার নানা দিক! এমন এক সময় ‘জনমনের কথা, জনগণের চোখে’ স্লোগানে এনটিভি অনলাইন নিয়ে এলো বিশেষ আয়োজন ‘চায়ের কাপে’।
এনটিভি অনলাইন যাচ্ছে গ্রামে, শহরে, পাড়ায়-মহল্লায়। সেখানে আমরা চায়ের কাপে ওড়া ধোঁয়ার সঙ্গে খুঁজে বের করার চেষ্টা করছে জনমনের গল্প।
সৈয়দ আহসান কবীরের প্রযোজনা ও পরিচালনায় ‘চায়ের কাপে’ সঞ্চালনায় আছেন সুমিত সাহা। অনুষ্ঠানটির সহকারী প্রযোজক আশরাফুল আলম ভূঁইয়া।
‘চায়ের কাপে’ সরাসরি প্রচারিত হচ্ছে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার দুপুর ঠিক ১২টায় এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

ফিচার ডেস্ক