ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওসমান হাদির চিকিৎসা চলছে। নেতা-কর্মীরা ভিড় করছেন হাদির খোঁজখবর নিতে। এ ঘটনায় ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
রমনা বিভাগের পুলিশের এক কর্মকর্তা বলেন, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সরেজমিন দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গনে সেনাবাহিনীর সদস্যরা জড়ো হয়েছেন। ওসমান হাদিকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
এদিকে বিকেল চারটার দিকে হাদিকে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় হাদির কর্মী-সমর্থকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ অবস্থার মধ্যে দিয়ে মির্জা আব্বাস হাসপাতালের ভেতর প্রবেশ করেন। সে সময় পুলিশ সতর্ক অবস্থায় ছিল।

নিজস্ব প্রতিবেদক