হাদির কবর প্রস্তুত, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-বিজিবি-সোয়াত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের সামনে অবস্থান নিয়েছে পুলিশ, সোয়াত ও বিজিবি। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে অবস্থান নিয়েছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ রাজধানীর শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, অর্থাৎ সমাধিসৌধের মধ্যে হাদির কবর খোঁড়া শুরু হয়।
তবে, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কবর খোঁড়ার সঙ্গে সংশ্লিষ্টদের ছাড়া সমাধিসৌধের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি, সাংবাদিকদেরও না।

নিজস্ব প্রতিবেদক