বিচারকাজ বিলম্ব করতেই ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা : তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বিচারকাজ বিলম্ব করতে আসামিপক্ষ একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন–বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা তোফায়েল, কামরুল ও মশিউর জুয়েলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। একপর্যায়ে আদেশের জন্য আরেকটি তারিখ নির্ধারণের আর্জি জানান। পরে দুই দিন পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের এমন আবেদনে আপত্তি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচারকাজ বিলম্ব করতেই আসামিদের আইনজীবীরা এমন করছেন। এজন্য একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করছেন তারা।
এ ছাড়া এ বিচার কাজে বাধাগ্রস্ত করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আসামিপক্ষের চেষ্টা হচ্ছে মামলার চার্জ ফ্রেম যেনো না হয়। মামলায় যদি ‘প্রাইমা ফেসি’ গ্রাউন্ড থাকে তাহলে চার্জ ফ্রেমিং হতে হবে। তারা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

নিজস্ব প্রতিবেদক