প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার ৯ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানায়নি পুলিশ।
গতকাল সোমবার ডিএমপি জানায়, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত ২১ ডিসেম্বর দিনগত রাতে রাজধানীর তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক