বিএনপিনেতার বসতঘরে দুর্বৃত্তের আগুনে মেয়ের মৃত্যু, থানায় মামলা
লক্ষ্মীপুরে বিএনপিনেতার বসতঘরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে মেয়ে আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপিনেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় এ মামলা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্য রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তের আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।
স্মৃতির শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর বিথির শরীরের ২ শতাংশ পুড়েছে। চিকিৎসা শেষে সে পরিবারের সঙ্গে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর