এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নির নিয়োগ বাতিল
দায়িত্বপালনকালীন বিভিন্ন অনিয়মের অভিযোগে এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
অনিয়মের অভিযোগে যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম।
গত বছরের ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক