চাঁদপুরে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন আগ্রহী প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছেও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা। প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৫ জন প্রার্থী, যার মধ্যে জমা দিয়েছেন ৭ জন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১২ জন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী ৯ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা এই আসনে শতভাগ জমার একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরেছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং জমা দিয়েছেন ৮ জন প্রার্থী।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মাধ্যমেই চাঁদপুরে নির্বাচনী প্রতিযোগিতার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর