প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের স্পিকার
পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এর আগে, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের (পার্লামেন্টের নিম্নকক্ষ) স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে পাকিস্তানের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের এই জানাজায় অংশ নেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁর ব্যস্ততার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ প্রতিনিধি হিসেবে স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় আসেন। শোকবার্তা হস্তান্তরের পর তিনি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)