চাঁদপুরে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার প্রার্থীদের উপস্থিতিতে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। পাঁচ আসনে মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ১৭ জনের এবং একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১৭ জন প্রার্থীর অধিকাংশই হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল এবং ঋণ খেলাপির কারণে বাদ পড়েছেন।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, চাঁদপুর-১ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- আমজাদ হোসেন (গণফোরাম), হাবিব খান (জাতীয় পার্টি) ও এনায়েত হোসেন (গণঅধিকার পরিষদ); যাদের সবার ক্ষেত্রেই হলফনামায় ভুল পাওয়া গেছে।
চাঁদপুর-২ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং বৈধ হয়েছেন ৫ জন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নাসিমা নাজনিন (লেবার পার্টি), তানভীর হুদা, মানসুর (ইসলামী আন্দোলন), মো. আব্দুল মবিন (জামায়াতে ইসলামী), রাসেদা আক্তার মিতু (এবি পার্টি) ও মো. ফয়জুন নুর (রিপাবলিকান পার্টি)। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি এ এ শুক্কুর পাটওয়ারী তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
চাঁদপুর-৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের অ্যাডভোকেট সেলিম আকবরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
চাঁদপুর-৪ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। তারা হলেন- আব্দুল মালেক বুলবুল (ইসলামিক ফ্রন্ট), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবাস উদ্দিন ও জাকির হোসেন এবং বিএনপির মোজাম্মেল। এখানে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মৃত বা ভুয়া ভোটারের স্বাক্ষর এবং বিএনপির প্রার্থীর ক্ষেত্রে দলীয় চিঠি না থাকার কারণ উল্লেখ করা হয়েছে।
এছাড়া চাঁদপুর-৫ আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

শরীফুল ইসলাম, চাঁদপুর