শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়
শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা যোগমায়া মালো (৮৬) পরলোকগমন করেছেন। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন।
বিকেলে তার অন্তিম যাত্রার আগে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন ও পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।
যোগমায়া মালোর জীবন ছিল এক সংগ্রামের ইতিহাস। ১৯৭১ সালের ২২ মে শরীয়তপুর সদরের মধ্যপাড়ায় হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় তাণ্ডব চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ১৫ বছর বয়সী কিশোরী গৃহবধূ যোগমায়া মালোকে অন্য নারী-পুরুষের সাথে ধরে নিয়ে যাওয়া হয় মাদারীপুরের এআর হাওলাদার জুট মিলে। সেখানে তিন দিন ও তিন রাত আটকে রেখে তার ওপর অমানুষিক পাশবিক নির্যাতন চালানো হয়। দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ ৪৭ বছর পর ২০১৮ সালে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পান।
বীরাঙ্গনা এই নারীর থাকার কোনো ঘর ছিল না। বিষয়টি নিয়ে গত বছর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসন তাকে একটি সরকারি পাকা ঘর নির্মাণ করে দেয়। জীবনের শেষ সময়টুকু তিনি সেই নতুন ঘরে পরিবারের সান্নিধ্যে কাটাতে পেরেছেন।
যোগমায়া মালোর মেয়ের জামাই সুভাষ দাড়িয়া জানান, বেশ কিছুদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন তার শাশুড়ি। সোমবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জানতে পারি বীরাঙ্গনা যোগমায় মালো মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাকে রাষ্টিয় সম্নাননা জানানো হয়েছে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর