গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৫১
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ২০২৫ এর লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নারীসহ মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ১৭ জন নারী ও ৩৪ জন পুরুষ।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস ব্যবহার করে প্রশ্নের উত্তর সংগ্রহের সময় হাতেনাতে ধরা পড়েন তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলায় এদিন ৪৩টি পরীক্ষাকেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্র ছিল সদরে ৩৭টি, পলাশবাড়িতে ৪টি ও ফুলছড়িতে ২টি। ৪০০টি পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আটকদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলা থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলা থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলা থেকে ২ জন রয়েছে। আটক নারীদের মধ্যে সদর থেকে ১১ জন, ফুলছড়ি থেকে ২ জন এবং পলাশবাড়ী থেকে ৪ জন। আটকের পর তাদের সবাইকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুসতাজুল ইসলাম বলেন, “পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় অবলম্বনের দায়ে আটক সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

লিটন প্রামানিক, গাইবান্ধা (সাদুল্লাপুর-সুন্দরগঞ্জ)