রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মঞ্জুরুল আহসানকে
কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপির তালিকাভুক্তির ওপর জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
আজ বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।
শুনানি শেষে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ ইতোমধ্যে পুনঃতফসিল করা হয়েছে। তবে হাইকোর্টে তার রুলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। রুলটি নিষ্পত্তি হলে তিনি আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপির তালিকা থেকে মুক্তি পাবেন।
এর আগে, গত ৮ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। পরে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন মুন্সী।
উল্লেখ্য, বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করার আদেশ দিয়েছিলেন, যা চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থীর এই আইনি লড়াই আসনটির নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক