নির্বাচনের কারণে একদিনেই সীমাবদ্ধ মহাকবির জন্ম উৎসব
বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আগামী ২৫ জানুয়ারি। এ বছর উৎসবপ্রেমীদের জন্য মন খারাপের খবর হলো ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের কারণে সেই ঐতিহ্যবাহী মধুমেলা হচ্ছে না। উদযাপন সীমাবদ্ধ থাকছে মাত্র একদিনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে এ বছর দীর্ঘমেয়াদি মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে মহাকবির স্মৃতিকে শ্রদ্ধা জানাতে আগামী ২৫ জানুয়ারি ২০২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় একদিনের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।
মধুভক্ত ও স্থানীয় সংস্কৃতিকর্মীদের দাবি, আয়োজন সংক্ষিপ্ত হলেও যেন মহাকবির জীবন ও কর্মের ওপর যথাযথ গুরুত্বারোপ করা হয়। তাদের মতে, কবির স্মৃতিবিজড়িত এই দিনটিতে অন্তত একটি মানসম্মত আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মধুসূদনের সাহিত্যকর্ম তুলে ধরা জরুরি।
মধুমেলা কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির চেতনার অংশ। ভক্তদের আশা, আগামী বছরগুলোতে সব বাধা পেরিয়ে আবারও তারুণ্যের জয়গানে মুখরিত হবে কপোতাক্ষ তীর, আবারও সাত দিন ধরে চলবে প্রাণের ‘মধুমেলা’।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)