ফেসবুকে বিশ্বের শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিশ্বের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটির মধ্যে অন্যতম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখন ফেসবুকে বিশ্বের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের একজন।
সামাজিক মাধ্যম বিশ্লেষণ ধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের শীর্ষ ১০০ ফেসবুক কন্টাক্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
ওয়েবসাইটটির টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটার্স বাই সোশ্যালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান ৬৪ নম্বরে। ফেসবুক পোস্টের সংখ্যার ভিত্তিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ওপরে। যেখানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ৬৭তম।
সোশ্যাল মিডিয়া ব্লেডে কনটেন্ট ক্রিয়েটর বলতে তাদেরই বোঝায়, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট পোস্ট দেওয়া হয়। সেই হিসেবে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটির মধ্যে অন্যতম।

নিজস্ব প্রতিবেদক