আচরণবিধি লঙ্ঘন : দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে আবারও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কমিটির চেয়ারম্যান ও নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২২ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঠানো এই কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ডা. ইকরামুল বারী নির্বাচনি এলাকায় একটি প্রাইভেট কার ব্যবহার করছেন, যাতে “ধানের শীষে ভোট দিন” সম্বলিত পতাকা লাগানো রয়েছে। এ ছাড়া প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত ২০২৬ সালের ক্যালেন্ডার নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়নের হাজারো দোকানে টানানো রয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে এসব প্রচারণা স্পষ্ট লঙ্ঘন। এর আগে গত ৭ জানুয়ারিও নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর অভিযোগে তাকে প্রথম দফায় শোকজ করা হয়েছিল।
এই বিষয়ে আজ সোমবার দুপুরে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘আমার কোনো প্রাইভেট কার নেই। আমি মোটরসাইকেলে যাতায়াত করি এবং বিভিন্ন দোয়া অনুষ্ঠানে অংশ নিই। কে বা কারা আমার ছবি ও প্রতীক ব্যবহার করে গাড়ি চালাচ্ছে বা ক্যালেন্ডার বিতরণ করছে, তা আমার জানা নেই।’ তিনি আরও দাবি করেন, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে তিনি আগেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। একটি মহল তার নির্বাচনি প্রচারণায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
ডা. ইকরামুল বারী টিপু আরও বলেন, ‘আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত আমাকে যে সময় দিয়েছে, সেই অনুযায়ী আগামী ২২ জানুয়ারি আমি নিজে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করব ইনশাআল্লাহ।’
নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ বা অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না, নোটিশে সেই বিষয়েই মূলত জবাব চাওয়া হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ