ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে প্রায় ২ হাজার ৫০০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৯০টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তালেবুর রহমান বলেন, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে পাঁচটি বাস, ১০টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, তিনটি ট্রাক, ১৭টি ক্যাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮টি বাস, ৭৭টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৭১৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে তিনটি বাস, একটি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৩১টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ৪০৪টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ছয়টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭ সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ছয়টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১৮টি গাড়ি ডাম্পিং ও ১৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক