হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন খেলাফত মজলিস প্রার্থী
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে তিনি আবেদন জমা দেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে শুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা পূর্ব সহসাংগঠনিক সম্পাদক মুফতী জামসেদ হুসাইন হাবিবী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম এবং জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্তসহ অন্যান্য নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, জোটের ঐক্য সুসংহত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানও প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে কথা রয়েছে। ফলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জোটের একক প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহর অবস্থান আরও শক্তিশালী হলো।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)