চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ৪ পুলিশ
পুলিশের পিকআপে রড বোঝাই ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন দুই পুলিশ সদস্য। এরপর চালকের চালকের দক্ষতায় প্রাণে বাঁচেন চার পুলিশ। আজ রোববার (২৫ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া-রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার মেসার্স কুমারখালী ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পুলিশের পিকআপ গাড়িটির পিছন ও সামনের অংশের বেশখানেকটা ভেঙে গেছে। এ ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চার পুলিশ সদস্য। তবে ট্রাকটিকে শনাক্ত বা জব্দ করতে পারেননি তারা।
আহত পুলিশ সদস্যরা হলেন কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বসির উদ্দিন, পুলিশ সদস্য জসিম উদ্দিন (গাড়িচালক), ফিরোজ আহমেদ ও সজিব বিশ্বাস। তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে চালক জসিম উদ্দিন বলেন, ‘ভোর রাতে মহাসড়কের ফুলতলা থেকে তরুণমোড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি রড বোঝাই দ্রুতগামী ট্রাক এসে গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। তখন গাড়িটি ছিটকে গিয়ে সেতুর পিলারে ধাক্কা রাগে। এ সময় স্টিয়ারিং আরও শক্ত করে ধরে মূহুর্তেই ঝোপঝাড়ের ভিতর দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ করি। এরপর কয়েকটি চলন্ত গাড়ি থামিয়ে তাদের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং ওসি স্যারকে ফোন করি।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আল্লাহর রহমতে এবং চালকের দক্ষতায় প্রাণে বেঁচে ফিরেছেন আমার চার সহকর্মী। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামোটি সুস্থ আছেন। তবে গাড়িটির পিছনে ও সামনের অংশ ভেঙে গেছে। ট্রাকটি শনাক্তে কাজ করছে পুলিশ।

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)