বিয়ানীবাজার কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা বাপেক্সের

Looks like you've blocked notifications!
বাপেক্স লোগো। ছবি : বাসস

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশায় আজ থেকে পুনঃখননের কাজ শুরু করেছে। আজ শনিবার বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাসসকে এ তথ্য জানান। 

মোহাম্মদ আলী বলেন, ‘বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের দুই নম্বর কূপ থেকে এখন প্রতিদিন সাত থেকে সাড়ে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড পুনঃখননের কাজ শেষ হবে।'

তিনি আরও বলেন, ‘সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএলের) আওতায় বর্তমানে পাঁচটি গ্যাস ফিল্ড রয়েছে। এগুলো হলো- হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এরমধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাকি ১২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।’

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজ বিকেলে বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের এক নম্বর কূপ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানসহ বাপেক্স ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।