মেয়র মনজুরের কুশপুতুল পোড়াল ছাত্রদল
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের কুশপুতুল পুড়িয়েছে মহানগর ছাত্রদলসহ বিএনপি সমর্থিত একাধিক সংগঠন। চট্টগ্রামে আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মনজুর আলমকে প্রত্যাখ্যান করার কথাও জানিয়েছে এসব সংগঠন।
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মনজুর আলমকে আবারও বিএনপি সমর্থন দেবে এমন খবর ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার নগরের একাধিক এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল।
সকালে নগরীর প্রবর্তক ও মেহেদীবাগ এলাকায় পৃথক মিছিল, সমাবেশ, অবস্থান ধর্মঘট, কুশপুতুল দাহসহ নানা কর্মসূচি পালন করে ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতারা সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে থাকে না এমন একজন বঙ্গবন্ধুর সৈনিককে মেয়র পদে আবারও সমর্থন দেওয়ার চেষ্টা করছে।’
ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের চাপিয়ে দেওয়া এম মনজুর আলমকে গ্রহণ করা হবে না বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন নগর ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, ‘বিএনপির অনেক নেতা আছেন যাঁরা মেয়র পদে যোগ্য।’ আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ রাজি না হলে গোলাম আকবর খোন্দকার বা ডা. শাহাদাত হোসেনকে মেয়র পদে প্রার্থী ঘোষণার দাবি জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিটু এনটিভি অনলাইনকে বলেন, ‘বর্তমান মেয়র বিএনপির সমর্থন নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্বার্থ রক্ষা করেছেন। তিনি আবারও বিএনপির সমর্থনে মেয়র হলে আওয়ামী লীগের নেতাদের স্বার্থ রক্ষা করবেন। কারণ দলের দুঃসময়ে সরকারবিরোধী কোনো আন্দোলনে তিনি মাঠে ছিলেন না।’
২০১০ সালের ১৭ জুন মেয়র নির্বাচনে সাবেক কাউন্সলির ও আওয়ামী লীগ নেতা এম মনজুর আলম বিএনপির সমর্থন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ৯৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। এর পর তাঁকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।
ক্যাপশন
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে আজ মঙ্গলবার সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের কুশপুতুল পোড়ান ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি : ফোকাস বাংলা