বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্বরে আজ শনিবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
অবরোধকারী শ্রমিকরা জানায়, ফতুল্লার টাগারপার এলাকায় ডিডিএল গার্মেন্টসে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করে থাকে। তাদের মার্চ ও এপ্রিল মাসের বেতন না দিয়ে কারখানা লকডাউন করা হয়েছে। আর শ্রমিকরা পড়েছে আর্থিক সংকটে। তারা ঘর ভাড়া দিতে পারছে না। চরম সংকটে পড়েছে খাদ্যদ্রব্যের। আবার সামনে আসছে রমজান মাস। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকরা এখন দিশেহারা। তাই অবিলম্বে বেতন পরিশোধ করার জোর দাবি জানায় তারা।
বেলা ১১টার দিকে কোনো রকম আশ্বাস ছাড়াই পুলিশ এসে সড়ক থেকে সরিয়ে দেয় শ্রমিকদের। পরে তারা শহীদ মিনার চত্বরে গিয়ে বসে থাকে।