ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬%
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন বেড়েছে ১৬ শতাংশ। ড্সিইর প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আজ লেনদেন হওয়া সিকিউরিটিগুলোর মধ্যে দাম বাড়া ও কমা শেয়ারের সংখ্যা ছিল সমান।
বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগে শেয়ারবাজার থেকে নগদ টাকা উত্তোলনের সুযোগ কমে আসায় শেয়ার বিক্রির পরিমাণ কমেছে। আর জুলাই-জুন যেসব কোম্পানির হিসাব বছর, তাদের অনেকেই ঈদের পর লভ্যাংশ ঘোষণা দেবে। এ প্রত্যাশায় সেসব প্রতিষ্ঠানের শেয়ার কেনার পরিমাণ আজ বেড়েছে।
আজ ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬১৫.১৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট ও শরিয়াহ সূচক বেড়েছে ২ পয়েন্ট।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি ৪৯ লাখ টাকা বেশি। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।
আজ লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশনস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, ইফাদ অটোস, ইউনাটেড এয়ার ও হাইডেলবার্গ সিমেন্ট।