আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/09/photo-1504940324.jpg)
ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছবি : এনটিভি
ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সকালে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ভারতের উদ্দেশ্যে রওনা হয়। সপ্তাহব্যাপী ছুটি শেষে বন্দর চালু হওয়ায় শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে আট দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে শনিবার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।