ইউনিয়ন ক্যাপিটালের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের উদ্যোক্তা তাজরিনা সিকদার পাঁচ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দামে এসব শেয়ার বিক্রি করা হবে। এ উদ্যোক্তার হাতে কোম্পানিটির মোট ১০ লাখ ৬৮ হাজার ৭৪৪টির শেয়ার রয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৪ দশমিক ৬০ পয়সা ও সর্বোচ্চ ১৫ টাকা ৯০ পয়সা। গতকাল এর দাম দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সা। আজ এ সময় পর্যন্ত এর দাম ১৫ টাকা ১০ পয়সা থেকে ১৬ টাকার মধ্যে ওঠানামা করছে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৮ টাকা ৭৮ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৬৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৯৫ পয়সা।