বিনিয়োগকারীদের আগ্রহে প্রকৌশল খাত
শেয়ারবাজারের বিনিয়োগকারীরা খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকৌশল ও সিরামিক খাতে বিনিয়োগকারীদের ঝোঁক ছিল বেশি। তবে সূচক ও লেনদেনে বড় উত্থান দেখা যায়নি।
ডিএসইতে আজ লেনদেন ৩১৯টি কোম্পানির ১৪ কোটি নয় লাখ ১৩ হাজার ২৪২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৭৩ কোটি ৭৯ লাখ এক হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৯.২৬ পয়েন্ট বেড়ে ৪৭৯১.৯১ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১০ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক ২.৫৫ পয়েন্ট বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত ছিল ১৮টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৯৩ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আমান ফিড, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট ও শাহজিবাজার পাওয়ার।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : অ্যারামিট সিমেন্ট, ইউনাইটেড এয়ার, মুন্নু সিরামিকস, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, এনসিসি মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১ ও বিএসআরএম লিমিটেড।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : মডার্ন ডায়িং, রিলায়েন্স-১, আমান ফিড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সিনো বাংলা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যু, বিচ হ্যাচারি, ন্যাশনাল ফিডস, দ্বিতীয় আইসিবি ও প্রাইম টেক্সটাইল।

অর্থনীতি ডেস্ক