চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে কাল
চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। নগরীর পলোগ্রাউন্ড মাঠে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ সোমবার সকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহাবুবুল আলম।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি উদ্যোগে আয়োজিত বৃহৎ এ মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, তুরস্ক, ইরান, পাকিস্তান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।
চেম্বার সভাপতি মাহাবুবুল আলম জানান, মেলায় নাশকতারোধে পুলিশের পাশাপাশি র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হচ্ছে। একজন দক্ষ কর্মকর্তার নেতৃত্বে পুলিশ তিন শিফটে দায়িত্ব পালন করবে। এ ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো মেলার নিরাপত্তা তদারকি করবেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলা পর্যবেক্ষণ করবে বিভিন্ন সংস্থা।
সংবাদ সম্মেলনে চেম্বারের সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সৈয়দ জামাল উদ্দিনসহ চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন।