ডিজেলের দামও কমানো হবে : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের দাম পর্যায়ক্রমে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘ফার্নেস অয়েলের দাম কমেছে। ডিজেলের দামও কমানো হবে। তবে এতে বিদ্যুতের দামে কোনো প্রভাব পড়বে না।
সচিবালয়ে সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক কারেন কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমি। এ বৈঠকে পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ডিজেলের আমদানিতে খরচ পড়ে ৫৮ টাকা। বিক্রি করা হয় ৬৮ টাকায়। চার-পাঁচ টাকা ডিজেলের দাম কমতে পারে।’
কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে স্বাক্ষাতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এলএনজি টার্মিনাল নির্মাণ ও জ্বালানি খাতের উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঁশখালীতে হতাহতের ঘটনায় রাজনৈতিক ইন্ধন থাকতে পারে। এই ঘটনা অস্বাভাবিক বলে মনে হচ্ছে। সেখানে পুলিশের ওপর হামলা করা হয়েছে, গুলি চালানো হয়েছে। তদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।