বিডি ওয়েল্ডিংয়ের এজিএম স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটির হিসাব বছর পরিবর্তন করার জন্য এটি করা হয়েছে।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে কোনো লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়নি।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ৭৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ১৮ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল আট টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১০ টাকা ৩০ পয়সা।
১৯৯৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৯২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৭ কোটি ৩১ লাখ টাকা।
এ কোম্পানির মোট শেয়ার চার কোটি ২৯ লাখ ২০ হাজার ১০৪টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৮ দশমিক ৭৭ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৬৩ দশমিক ২৮ শতাংশ।