বাটা সুর এজিএম ৫ সেপ্টেম্বর

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় টঙ্গীতে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির কর্তৃপক্ষ। এর আগে একই সময়ের জন্য ২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ নিয়ে গত বছরের জন্য মোট ৩২০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
১৯৮৫ সালে বাটা সু কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা এক কোটি ৩৬ লাখ ৮০ হাজার। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক ৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ৭ দশমিক ২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে।
গত এক মাসের মধ্যে বাটা সুর শেয়ার সর্বনিম্ন দাম ছিল এক হাজার ১৭১ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ২২৩ টাকায় লেনদেন হয়।