ডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়াল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/19/photo-1432029298.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজ মঙ্গলবার ডিএসইতে ৬৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক ও লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে প্রথম এক ঘণ্টায় লেনদেন হওয়া ৮৪ শতাংশ শেয়ারের দাম বাড়ে। ওই সময় পর্যন্ত লেনদেন হয় ২৬৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দুপুর সাড়ে ১২টার পর বিক্রির চাপ বাড়ে। তবে পরবর্তী সময়ে অনেকটা স্থিতাবস্থার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ ২১ কোটি দুই লাখ ৯৬ হাজার ৭১৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ৮০৮ কোটি ৭৫ লাখ ১৫ হাজার টাকায় লেনদেন হয়। লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি শেয়ারের দাম।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫১.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫৯.২৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬৮৬.৪৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১০৮৩.৭৪ পয়েন্টে।
গতকাল সোমবার ডিএসইতে ৭৫৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। আর ডিএসইএক্স বেড়েছিল ৯১ পয়েন্ট।
সিএসইতে আজ ৬৯ কোটি ৩২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ২১টি শেয়ারের দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ১৬৬ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো—ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, আরএকে সিরামিক, বারাকা পাওয়ার, বিডি থাই, মবিল যমুনা, সাইফ পাওয়ারটেক, ইউনিক হোটেল ও ইউনাইটেড পাওয়ার।