সংবেদনশীল তথ্য ছাড়াই দাম বেড়েছে ছয় কোম্পানির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/20/photo-1432107065.jpg)
ছয়টি কোম্পানির শেয়ারের দাম বাড়ায় কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলো হলো—ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রহিমা ফুড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, ইফাদ অটোস ও আরএকে সিরামিকস।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ায় ডিএসই কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার কোম্পানিগুলোকে চিঠি পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শেয়ারের দাম বাড়ায় কোনো ধরনের অপ্রদর্শিত সংবেদনশীল তথ্য নেই।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ : গত ১১ দিন টানা এ শেয়ারের দাম বেড়েছে। এক মাসে এর সর্বনিম্ন দাম ছিল ২৭ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৫৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এ সময়ে এর দাম বেড়েছে ২৮ টাকা।
গত বছরের জুলাইয়ে ডিএসইতে ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়। শুরুর দিন এর দাম ছিল ৫২ টাকা ৪০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত ১৭ দশমিক ১৪।
তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৪২ পয়সা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২৬ কোটি ৭৩ লাখ টাকা ও ইপিএস তিন টাকা ৩৮ পয়সা।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস : গত ১১ কার্যদিবসের মধ্যে নয় দিন এর দাম বেড়েছে। এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ১৯ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৩০ টাকা।
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটির মুনাফা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৪৮ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছে ১১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ৩৭ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এর মুনাফা হয়েছে চার কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৫২ টাকা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা হয় পাঁচ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা ও ইপিএস ৬২ পয়সা।
রহিমা ফুড : গত এক মাসের বেশির ভাগ কার্যদিবসে এর দাম বেড়েছে। এ সময়ে এর সর্বনিম্ন দাম ছিল ১৯ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ২৯ টাকা।
কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১২ কোটি ৭০ লাখ টাকা। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানি গত হিসাব বছরে এক কোটি ৬০ লাখ টাকা নিট লোকসান করেছে।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস : গত আট কার্যদিবসের মধ্যে সাত দিন এর দাম বেড়েছে। এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ৪৯ টাকা ও সর্বোচ্চ ৭২ টাকা ৩০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২১ দশমিক ৬।
ইফাদ অটোস : গত আট কার্যদিবসের মধ্যে ছয় দিন এর দাম বেড়েছে। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ৭৬ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ১০৮ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৪০ টাকা ৫০ পয়সা।
আরএকে সিরামিকস : গত এক মাসের বেশির ভাগ কার্যদিবসে এর দাম বেড়েছে। এ সময়ে এর সর্বনিম্ন দাম ছিল ৫৩ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৭৬ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত ২৭ দশমিক ৫৪।