আর্থিক খাতের শেয়ারে আগ্রহ বেড়েছে
শেয়ারবাজারে চাঙ্গাভাব এলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো আত্মবিশ্বাসের অভাব লক্ষ করা যাচ্ছে। গত ১২ কার্যদিবসের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক প্রায় ৫০০ পয়েন্ট বাড়লেও বিনিয়োগকারীদের সিদ্ধান্তহীনতায় বাজারে স্থিতাবস্থা আসছে না। তবে আজ বৃহস্পতিবার ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের শেয়ারের আগ্রহ থাকায় মূল্যসূচক বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ লেনদেনের শুরু থেকেই ক্রয়াদেশ বাড়তে থাকে। বেলা ১২টার দিকে সূচক ৪৫২০ পয়েন্ট উঠলেও দিন বিক্রির চাপে দিন শেষে সেই অবস্থানে ধরে রাখা যায়নি।
ডিএসইতে ৩০৭টি কোম্পানির ২১ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭৭৯ কোটি ৭৮ লাখ ৪ হাজার ৭৩১ টাকা, যা আগের দিনের চেয়ে ৩ কোটি ১২ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৭.৭১ পয়েন্ট বেড়ে ৪৪৮৩.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৪.৫৬ পয়েন্ট বেড়ে ১৬৮৩.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট কমে ১০৮২.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
আজ ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে তিনটির ও অপরিবর্তিত ছিল চারটির দাম। অন্যদিকে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২১টিরই দাম বেড়েছে।
লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, এমজেএল বিডি, আরএকে সিরামিকস, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, ফার কেমিক্যাল, বারাকা পাওয়ার, ইউনিক হোটেল ও এসিআই ফরমুলেশন।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো পাওয়ারগ্রিড, ইফাদ অটোস, স্ট্যান্ডার্ড ইন্সুঃ, ফারইস্ট ফাইন্যান্স, এসিআই ফরমুলেশন, সিটি জেনারেল ইন্সুঃ, মুন্নু স্টাফলার, ন্যাশনাল হাউজিং, বিডি ফাইন্যান্স ও ফনিক্স ফাইন্যান্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো আইএফআইসি, ইউনাইটেড পাওয়ার, এমজেএল বিডি, ফার কেমিক্যাল, সমতা লেদার, স্কয়ার টেক্সটাইল, পেনিনসুলা টেক্সটাইল, সিনোবাংলা, প্রাইম টেক্স ও বিডি থাই।