নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি নিয়ে এলো ‘ঘরের বাজার’
‘ঘরের বাজার’। অনলাইন কেনাকাটায় প্রতিষ্ঠানটি দিয়েছে নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি। গ্রাহকের স্বাস্থ্যের প্রতি যত্নশীল, স্থায়িত্ব এবং সন্তুষ্টি অর্জনের প্রতিষ্ঠান হিসেবে বেশ পরিচিতি পেয়েছে তারা। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞতিতে এসব তথ্য দাবি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত জীবনধারার জন্য নিরাপদ খাদ্য কতটা গুরুত্বপূর্ণ তা ঘরের বাজার অনুধাবণ করে। তারা একটি বিশেষ অনলাইন স্টোর তৈরি করেছে বিভিন্ন ধরনের ভেজাল মুক্ত ও নিরাপদ শুকনো ফল, বাদাম, বীজ, গাওয়া ঘি, খাঁটি সরিষার তেল এবং খাঁটি মধু দিয়ে। পণ্যের মানের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রতিটি পণ্য বেছে নেওয়া হয় খুব সাবধানে। তারা ‘সকল পণ্য মানুষ ও পরিবেশের জন্য উত্তম’ স্লোগানকে নিশ্চিতে সব সময় নৈতিক ও পরিবেশবান্ধব নিয়ম মেনে চলে।
‘ঘরের বাজার’-এর প্রতিষ্ঠাতা মো. নাজমুস সাকিব ও জামসেদ মজুমদার। সাকিব বলেন, ঘরের বাজার বাংলাদেশের মানুষের কাছে অনুরণিত হওয়ার বিষয়টি আশ্চর্যজনক, বিশেষ করে জামশেদ মজুমদারের মধু বাদামের আলোচিত ভিডিওর মাধ্যমে। এই স্বীকৃতি ব্যতিক্রমী প্রাকৃতিক পণ্য সরবরাহ করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির কথা বলে।