জাল নোট শনাক্তকরণে আইএফআইসির কর্মশালা
শাখা—উপশাখায় দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে দিনব্যাপী জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ও চট্টগ্রামের আগ্রাবাদের একটি স্থানীয় মিলনায়তনে পৃথকভাবে কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিংয়ের একাডেমি (বিবিটিএ) পরিচালক মো. সাব্বিরুল আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম—পরিচালক তামজিদ হোসেন। হাইব্রিড মডেলে পরিচালিত উক্ত কর্মশালা দুটিতে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা—উপশাখার চার শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।