দুদকের মামলায় খালাস পেলেন লুৎফর রহমান বাদল

আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
আইনজীবী বোরহান উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ লুৎফর রহমান বাদল আদালতে হাজির ছিলেন। সব জেনেশুনে আদালত তাকে এই মামলায় খালাস দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, দুদক আইনের ২৬(২) এবং ২৭(১) ধারায় বিগত ২০১৭ সালের ২৮ মে ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের পরিচালক শেখ আব্দুস সালাম। পরে তদন্ত শেষে বিগত ২০১৯ সালের ৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন মো. মোশারফ হোসাইন মৃধা। ২০১২ সালের ৭ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পরে কয়েকজনের সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ২১ আগস্ট আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন তিনি। এরপরে যুক্তিতর্ক শুনানি শেষে ও মামলায় প্রসিকিউশন পক্ষ প্রমাণে ব্যর্থ হওয়ায় খালাসের রায় ঘোষণা করেন আদালত।