একাধিক অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে দুদকের অভিযান

বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাক্কলন ফাঁস করার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাক্কলন ফাঁস করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চলছে।
এইদিকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।
এছাড়া জোনাল সেটেলমেন্ট অফিস, দিনাজপুর এবং বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে খতিয়ান সংশোধনপূর্বক অনলাইনে এন্ট্রিকরণ এবং পর্চা ও নকশা প্রদানে ঘুস দাবিসহ নানা অনিয়মের অভিযোগে দিনাজপুর ও উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালাচ্ছে দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়।