সাবেক সেনা কর্মকর্তাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ ও ল্যাফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন—হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আবু সাঈদের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জেনসন আদালতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ ছাড়া হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত নিষেধাজ্ঞার আবেদন করেন।