মেঘনা গ্রুপের সঙ্গে চায়না ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির চুক্তি সই
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) লিমিটেড এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ কোং লিমিটেডের মধ্যে ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানের পক্ষে সই করেন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের পরিচালক তানভীর মোস্তফা এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর লি ইয়ংজিয়াং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।
আরও উপস্থিত ছিলেন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডিরেক্টর অব পাবলিসিটি অফিস জ্যাং জিয়াওলিয়াং। কোম্পানিটির চীনের ইউনান প্রদেশের চায়না ইউনান লিটুও পাইপ পাইল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা চীনের অন্যতম প্রধান ফাউন্ডেশন কনস্ট্রাকশন ও প্রিফ্যাব্রিকেটেড পাইপ পাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান।