কোটিপতি গ্রাহক বেড়েছে ২৮৯৪
চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৭৮৪টি। গত প্রান্তিক মার্চের চেয়ে এই সংখ্যা ২ হাজার ৮৯৪টি বেশি।
জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৮ হাজার ৮৩ কোটি টাকা। ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ২০২৪ সালের জুন ভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হালনাগাদ প্রতিবেদেনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৫ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৫২৩টি। এসব হিসাবে জমা আছে ১৮ লাখ ৩৮ হাজার ৮৩ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে— এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে এক লাখ ১৮ হাজার ৭৮৪টি। এসব হিসাবে জমা আছে সাত লাখ ৭৩ হাজার ৫৯ কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪২ দশমিক শূন্য পাঁচ শতাংশ কোটি টাকা এসব হিসাবধারীর।
তথ্য বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত এক কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব ছিল এক লাখ ১৫ হাজার ৮৯০টি। ওইসব ব্যাংক হিসাবে মোট জমা ছিল ৭ লাখ ৪০ হাজার ১৫০ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোটিপতি হিসাব বেড়েছে দুই হাজার ৮৯৪ টি। তার আগে গত বছরের (২০২৩ সাল) ডিসেম্বর পর্যন্ত এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৯০৮ টি। আর মোট জমা ছিল সাত লাখ ৪১ হাজার ৪৬৬ কোটি টাকা।