গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক-নগদ টাকা জব্দ
গাজীপুর টঙ্গীর কেরানীটেক বস্তিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদক, নগদ টাকা জব্দ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনী ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
অপরদিকে, গতকাল রাতে টঙ্গীর জাবান হোটেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল মাদক ও নারীসহ প্রায় ১০০ জনকে আটক করেছে। এর মধ্যে এক হাজার ১৫৩ লিটার বিয়ার ও ৪৫৯ দশমিক ৩৭ লিটার মদ জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে হোটেলের পাঁচতলা থেকে লাফ দেয় মিল্টন (৫০) নামে এক হোটেল কর্মচারী। ওখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।