গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
গাজীপুরের শ্রীপুর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাতজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে বরমী ইউনিয়নের বরকুল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।
আরও পড়ুন : সাভারে ছড়িয়ে পড়েছে নির্বাচনি আমেজ
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। এ সময় এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি লাঠি, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নিল গান এবং একটি চাকু।
আরও পড়ুন : রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

নাসির আহমেদ, গাজীপুর