এয়ার পিউরিফায়ারে শুল্ক কমলো
বায়ুদূষণ নিয়ন্ত্রণে এয়ার পিউরিফায়ার আমদানিতে কাস্টমস শুল্ক কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে পণ্যটি আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার (২০ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিসহ জনগণের আর্থিক ক্ষতি হচ্ছে। বায়ুদূষণের এই ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমদানি পর্যায়ে শুল্ক-কর কমিয়েছে।
আল আমিন শেখ বলেন, এয়ার পিউরিফায়ারের আমদানিতে কাস্টমস শুল্ক (সিডি) ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি তিন শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও পাঁচ শতাংশ আগাম কর (এটি) সম্পূর্ণ অব্যাহতি করেছে এনবিআর।
অব্যাহতি ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে করহার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৩১ দশমিক ৫০ শতাংশে করা হয়েছে। ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা কমে যাবে।