আগামী বছর অনলাইনে দাখিল করা যাবে করপোরেট কর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে আমরা করপোরেট কর অনলাইনে দাখিলের সুবিধা নিয়ে আসবো। আমরা সেই স্বপ্ন দেখছি, আপনারা যদি সহযোগিতা করেন তবে সেটা বাস্তবায়ন করবো। তিনি বলেন, করপোরেট কর অনলাইনে দাখিল হলে দৌড়াদৌড়ি কমে যাবে। তখন গ্রাহকদের জন্য নানা পরিকল্পনা করতে পারব। যাতে করে কর সংশ্লিষ্ট সব কাজ ঘরে বসেই করা যায়।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টিটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
টিআরএমএস সফটওয়্যার প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, এখানে সবগুলো কাজ অনলাইনে হচ্ছে। এই সিস্টেমের বড় সুবিধা হলো নিজেরা তৈরি করেছি। তাই কোনো সমস্যা হলে বেগ পেতে হবে না। সমস্যা হলে দ্রুত সমাধান করতে পারবো। এটা বড় সুযোগ, নিজেদের একটা ডাটাবেইজ তৈরি হচ্ছে। সুতরাং একটা ইন্টারডিপেনডেন্সি আছে। দ্রুত সব কিছু নিজেরা সমাধান করতে পারবো।
নতুন সফটওয়্যারের সুবিধা তুলে ধরে আবদুর রহমান খান বলেন, ছোটাছুটিতে অনেক সময় নষ্ট হয়ে যায়। এখানে সেটার সুযোগ নেই। সব কাজ ঘরে বসে শেষ করা যাবে। এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে। কেউ ভুল করতে পারবে না। টোটাল ইকোনমিক ডিজিটালাইজেশনে করে ফেলবো, এটা ভবিষ্যতের জন্য করতেই হবে। কীভাবে ব্যাংক থেকে রিটার্নে চলে আসা যায় সেটা করবো। আমরা বলেছি কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে আমরা সিস্টেমটা যুক্ত করে দেবো। তখন দেখবেন রিটার্নে সবকিছু ফিলআপ হয়ে যাবে। এতে করে, ভুলভ্রান্তি কমে যাবে। সম্পদ লুকানোর কোনো সুযোগ থাকবে না। এতে সবাই সুফল পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যাক্স লইয়ারস এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট জনাব মো. রোকনুজ্জামান, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম নাসিমুল হাই প্রমুখ।
এদিকে অনুমোদিত কর প্রতিনিধিদের মাধ্যমে করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এনবিআর আয়কর কর্মকর্তারা এবং আইটি প্রোগ্রামার টিআরএমএস সফটওয়্যার চালু করেছে। একটি আধুনিক, স্বচ্ছ এবং করদাতা-বান্ধব রাজস্ব প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে টিআরএমএস সফটওয়্যার উল্লেখযোগ্য পদক্ষেপ। করদাতার প্রতিনিধিত্ব প্রক্রিয়া ডিজিটালাইজ করার মাধ্যমে টিআরএমএস প্ল্যাটফর্মটি কর ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবে।
আয়কর আইনে অনুমোদিত কর প্রতিনিধিরা যেসব করদাতারা রিটার্ন দাখিল করার জন্য করদাতা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তাদের সকলের আয়কর রিটার্ন টিআরএমএস সফটওয়্যারটিতে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে দাখিল করতে পারবেন। যেকোন করদাতা কর প্রতিনিধি নিয়োগের জন্য তার নিজ নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল ফোনে প্রাপ্ত ওটিপি কর প্রতিনিধিকে প্রদানের মাধ্যমে অনলাইনে তার রিটার্ন দাখিলের জন্য ক্ষমতা প্রদান করতে পারবেন। একজন আয়কর প্রতিনিধি যতজন করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করবেন তার সবগুলো রিটার্ন সংশ্লিষ্ট কর প্রতিনিধির নামের বিপরিতে টিআরএমএস সিস্টেমে সংরক্ষিত থাকবে। কর প্রতিনিধিরা রিটার্নের তথ্যাদি যেকোনো সময় সিস্টেম থেকে সংগ্রহ করতে পারবেন।
টিআরএমএসের বৈশিষ্ট্য- আয়কর আইন অনুযায়ী অনুমোদিত সব কর প্রতিনিধিদের ডিজিটাল নিবন্ধন, করদাতা কর্তৃক তার কর প্রতিনিধিকে অনলাইন সিস্টেমে ক্ষমতা অর্পণ, প্রত্যেক কর প্রতিনিধি কর্তৃক দাখিলকৃত সব আয়কর রিটার্নের তথ্য আলাদাভাবে টিআরএমএস সিস্টেমে সংরক্ষণ, কর প্রতিনিধি কর্তৃক করদাতাদের পক্ষে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণসহ এটি করদাতা এবং কর প্রতিনিধি উভয়ের জন্যই ব্যবহারকারী-বান্ধব সহজ ইন্টারফেস।