মতিউরকে স্ত্রীর ধমক—‘চুপ থাকো, তোমার জন্য এসব হয়েছে’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ আদালতে ধমক দিয়ে বলেছেন, ‘চুপ থাকো তুমি, তোমার জন্য এসব হয়েছে!’
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে দুর্নীতির মামলায় রিমান্ড শুনানি চলাকালে লায়লা কানিজ তার স্বামী মতিউর রহমানকে এসব কথা বলেন।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিন রিমান্ডে নিতে আবেদন করেন। ওই দিন বিচারক রিমান্ড শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর (রোববার) তারিখ ধার্য করেন। এই রিমান্ড শুনানি উপলক্ষে আজ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা ২টা ৩৫ মিনিটের দিকে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।
রিমান্ড শুনানির সময় মতিউর রহমান আদালতের কাছে কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ ধমক দিয়ে বলেন, ‘চুপ থাকো তুমি, তোমার জন্য এসব হয়েছে!’ এরপরে মতিউর রহমান আর আদালতে কিছু বলেননি।
এ বিষয়ে মতিউর রহমানের আইনজীবী জানান, আদালতের কাছে আসামি মতিউর রহমান কিছু বলতে চাইলে তার স্ত্রী লায়লা কানিজ তাকে ধমক দেন।
শুনানি শেষে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে দুই কোটি ৪৫ লাখ টাকা তথ্য গোপন এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।